মুলতানি মাটি ব্যবহারের সঠিক নিয়ম জানলে পাবেন ম্যাজিকের মতো উপকারিতা

 মুলতানি মাটি হলো বিশেষ একধরণের কাদা মাটি যা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয় এই মাটি। বৈজ্ঞানিকভাবে মুলতানি মাটি ক্যালসিয়াম বেনটোনাইট নামে পরিচিত। এর উৎপত্তি স্থল পাকিস্তানের মুলতান অঞ্চলে। তাই এর নামকরণ করা হয়েছে মুলতানি মাটি। এটি কোনো সাধারণ মাটি নয় এটিতে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন এর মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এই খনিজ গুলোর উপস্থিতির কারণেই এটি মূল্যবান পদার্থ হিসেবে পরিচিত লাভ করে। এর ব্যবহারে মিলবে অনেক উপকারিতা তাই আপনাকে জানতে হবে এর সঠিক ব্যবহার। আমরা এখন আলোচনা করবো এর উপকারিতা এবং ব্যবহার বিধি। 


মুলতানি মাটির উপকারিতা 


  • রোদে পোড়া ভাব দূর করতে মুলতানি মাটি ম্যাজিকের মতো কাজ করে এছাড়াও ব্রণ হওয়ার পর ত্বকে ছোট ছোট গর্ত দেখা দেয় তা রিমুভ করতে কার্যকরী এটি।

  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে মুলতানি মাটি দারুণ কাজ করে।

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ত্বককে টান টান রাখতে এবং ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটি।

  • মুলতানি মাটি ত্বকের রক্তপ্রবাহ বৃদ্ধি করে ত্বককে রাখে সুস্থ।

  • তৈলাক্ত ত্বকে ব্রণ সহ অনেক সমস্যা দেখা দেয় তাই ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে ব্যবহার করুন মুলতানি মাটি। 

  • মুলতানি মাটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে।

  • মুলতানি মাটি সবথেকে বেশি কার্যকরী ত্বককে পরিষ্কার রাখতে, ফলে ত্বকে ফিরে আসে স্বাভাবিকের থেকে বেশি উজ্জ্বলতা। 

  • চুল পরিষ্কার এবং জ্বলমলে রাখতে অনেক উপকারী মুলতানি মাটি। 



ব্যবহারের কিছু নিয়ম 


  • ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে কাজুবাদাম বাটা ও গ্লিসারিন এর সাথে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখের ত্বকে স্ক্রাব করতে পারেন।


  • ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এবং শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে সামান্য দুধ যুক্ত করতে পারেন।


  • আপানার মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর করতে নিম পাতার পেস্ট এর সাথে মুলতানি মাটি মিশিয়ে ১০ থেকে ১৫ রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৪ দিন চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন। 


  • হাত এবং পায়ের রং উজ্জ্বল করতে মুলতানি মাটির সাথে বেসন ও কাঁচা হলুদের  পেস্ট মিশিয়ে হাত এবং পায়ে লাগিয়ে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 


  • চোখের চারপাশের কালো ছোপ দূর করতে মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান।


  • পানির সাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন এতে চুল পরিষ্কার হবে এবং চুল থাকবে জলমলে। 


  • এছাড়াও নারিকেল তেলের সাথে মিশিয়ে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। 


Post a Comment

Previous Post Next Post